গাজা সিটির আল-থাওরা স্ট্রিটে একটি গণকবর থেকে আরও ১৯ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এই মৃতদেহগুলো উদ্ধার করেন এবং ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আলজাজিরা বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।
যুদ্ধবিরতির পর, ফিলিস্তিনিরা দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ এলাকার বিভিন্ন স্থান থেকে বহু মৃতদেহ উদ্ধার করছে, যেখানে ইসরাইলি আগ্রাসনের কারণে পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয় কর্মকর্তাদের অনুমান, গাজার বোমা বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ১৪ হাজার ২২২ জন চাপা পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়কালে আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।